দোয়ারাবাজারে ভাইয়ের ওপর অভিমান করে ভাইয়ের আত্মহত্যা

0
16

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ছোট ভাইয়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বড় ভাই মো: হাবিবুর রহমান (১৩)।

সোমবার(১৮ নভেম্বর)দুপুর ১২ টার দিকে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চকিরঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত মো: হাবিবুর রহমান (১৩) ওই গ্রামের মোঃ নাজিম উদ্দিনের পুত্র ।

পুলিশ,পরিবারের সদস্য ও স্থানীয়রা জানায়, নিহতের বাড়িতে কেউ না থাকায় হাবিবুর রহমান(১৩) তার আপন ছোট ভাই শাহিন আহমেদ (১১) এর সহিত বিদ্যালয়ে যাওয়া নিয়ে ঝগড়া ঝাটি হয়। একপর্যায়ে অভিমান করে তাহার নিজ বসতঘরের চালের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগায়।
এমন সময় তাৎক্ষনিক ছোট ভাই শাহিন আহমেদ বসতঘরে গিয়ে হাবিবুর রহমানকে ফাঁস লাগানো অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হাবিবুর রহমানকে নিচে নামিয়ে চিকিৎসার জন্য দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহাকে পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষনা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)মো জাহিদুল হক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here