প্রাথমিকের পাঠ্য বইয়ে তেমন কোন পরিবর্তন নেই যথাসময়ে শিক্ষার্থীরা বই পাবে …..দিরাইয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

0
17

আনোয়ার হোসাইন

দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিকের পাঠ্য বইয়ে তেমন কোন পরিবর্তন নেই, যথাসময়েই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। সোমবার (১৮-১১-২৪) সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে ফিমেইল একাডেমি ও গ্রামীন জনকল্যাণ সংসদের আয়োজনে হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন, তিনি বলেন, আমি হাওরাঞ্চলের সন্তান এ এলাকায় আমি লেখাপড়া করেছি আমি জানি এখনকার শিক্ষক শিক্ষার্থীদের কি কি সমস্যা মোকাবেলা করতে হয়। হাওরাঞ্চলের জন্য আলাদা শিক্ষা নীতিমালার প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এখানকার একেকটি গ্রাম একেকটি দ্বীপের মতো, বিদ্যালয়ের সাথে শিক্ষদের আবাসিক ব্যবস্থা করতে হবে। রয়েছে কর্মকর্তা সংকট, সব সমস্যা আমার মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে পরিকল্পনা গ্রহন করা হবে। ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান, পরিচালক ড. মোঃ আতাউল গনি, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আনোয়ার হোসেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার। এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১১টা থেকে তারল, রামপুরসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টাসহ কর্মকর্তা বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here