জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার -নিউজ থার্টি সিক্স বিডি ডটকম

0
14

 

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে  সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতাকৃত আসামী উপজেলার গোয়ালগাও গ্রামের হাসিম নিয়ার  পুত্র সোহান আহমদ ২০
তার স্থানী ঠিকানা গোবিন্দশ্রী (উচাহাটি), মদন, নেত্রকোনা।

জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী জগন্নাথপুর থানায় মামলা নং-০৫ তাং ১৫/০১/২০২৪ইং ৩৭৯/৪১১ দঃ বিঃ ধারার মামলায় সাজাপ্রাপ্ত আসামী । আদালত তার বিরুদ্ধেে গ্রেফতারী পরোয়ানা জারি করলে বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি (বর্তমান ঠিকানা) থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতারকৃত  আসামীকে শনিবার সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here