ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ ( মাধবপুর ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নে হযরত সিপাসালাহ্ শাহ সৈয়দ নাসির উদ্দিন ( রহ: ) একাডেমি ও কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধাবৃত্তি পরীক্ষায় ১১ টি বিদ্যালয় এর শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করার জন্য।
কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক হুমায়ুন কবির বলেন, আমাদের স্কুলের পক্ষ থেকে প্রতি বছর মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।এতে শিক্ষার্থীর মেধা বিকাশ হয়, শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।
মেধাবৃত্তি পরীক্ষায় আয়োজন করায় কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকাবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।