৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত –

0
14

সুনামগঞ্জের জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর সহযোগীতায় ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

আজ ২৮শে নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১০:০০ ঘটিকায় ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর সহযোগীতায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর প্রবাস উপদেষ্টা কমিটির সাবেক সভাপতি জনাব ফিরোজ আহমদ এর সভাপতিত্বে ও অন্যতম উপদেষ্টা  আলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: জিরিনা বেগম, সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, রাহুল কান্তি পাল, গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব সাজ্জাদুল আমিন,  আরজু মিয়া, ইমদাদুল হক বাবুল।

এছাড়া উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট ব্যক্তি  আবু সাঈদ, মনির মিয়া,  মুকিত মিয়া, খন্ডকালীন শিক্ষিকা রিমা বেগম, সংগঠনের প্রচার সম্পাদক সামসুদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কয়েস আহমদ সহ আরো অনেকে।

এসময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্যেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here